বিভিন্ন ব্লকবাস্টার সিনেমা, বেস্টসেলার নভেল এমনকি ছোটকালের শোনা রূপকথাগুলোর মধ্যে একটি কমন থিম দেখতে পাবেন। ভালো ও মন্দের চিরন্তন যুদ্ধ। শুভ শক্ত আর অশুভ শক্তি লড়াই। ইসলামও আমাদের কাছাকাছি ধরণের একটা ধারণা দেয় তবে কিছু পার্থক্যসহ। ইসলাম ভালো ও মন্দের এ লড়াইকে চিরন্তন বলে না। এর শুরু আমাদের পিতা আদমের আলাইহি সালাতু ওয়াস সালাম এর সৃষ্টির পর। তবে মানব ইতিহাসের শুরু থেকে ক্বিয়ামতের আগ পর্যন্ত মানুষকে এ লড়াই চলবে। আমাদের প্রকাশ্য শত্রু নিরন্তর যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তার উদ্দেশ্যঃ আমাদের মধ্য থেকে বেশি সংখ্যককে সম্ভব তার সাথে জাহান্নামে নিয়ে যাওয়া। নানা ভাবে মানুষকে সিরাতুল মুস্তাকিম থেকে, সত্য থেকে বিচ্যুত করতে চাচ্ছে। . অন্যদিকে আল্লাহ ‘আযযা ওয়া জাল যুগে যুগে তাঁর বান্দাদের মাধ্যমে সত্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। এ যুদ্ধের বাস্তবতা এবং আখিরাতের পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। মানব অস্তিত্বের মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি আমাদের অবহিত করেছেন। কীভাবে আমরা নিজেদের রক্ষা করতে পারবো তার পুঙ্খানুপুঙ্খ দিকনির্দেশনা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। . সুতরাং এক দিকে বিতাড়িত শয়তান এবং মানুষ ও জ্বিন জাতির মধ্যেকার তার অনুসারীরা যুদ্ধ করছে আমাদেরকে সত্য থেকে বিচ্যুত করতে। অন্যদিকে আর-রাহমানের বান্দারা যুদ্ধ করছেন আমাদেরকে সত্যের উপর দৃঢ় ও অবিচল রাখতে। আর আর-রাহমানের এ বান্দাদের মধ্যে অগ্রগামী হলেন নবী ও রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর মূল যে বিষয়টির শিক্ষা দিয়ে আল্লাহ ‘আযযা ওয়া জালা তাদের পাঠিয়েছেন তা হল তাওহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন – . প্রত্যেক জাতির কাছে আমি রসূল পাঠিয়েছি (এ সংবাদ দিয়ে) যে, আল্লাহর ‘ইবাদাত কর আর তাগুতকে বর্জন কর। অতঃপর আল্লাহ তাদের মধ্যে কতককে সৎপথ দেখিয়েছেন, আর কতকের উপর অবধারিত হয়েছে গোমরাহী, অতএব যমীনে ভ্রমণ করে দেখ, সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কী ঘটেছিল! [আন-নাহল, ৩৬] . অতএব প্রত্যেক নবী-রাসূলের আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মিশন ছিল এক ও অভিন্ন। সমস্ত মিথ্যা ইলাহকে প্রত্যাখ্যান ও এক আল্লাহর ইবাদতের শিক্ষা দেওয়া। তাওহিদের শিক্ষা দেওয়া। এটিই ইসলামের মূল ভিত্তি। তাওহিদ ছাড়া ইসলাম হয় না। কিন্তু দুঃখজনক ভাবে আজ এক দিকে ইসলাম আমদের কাছে অবহেলিত অন্যদিকে তাওহিদের পরিবর্তে কেবলি বিভিন্ন আচার-অনুষ্ঠান ও মতপার্থক্য নিয়ে আমরা ব্যস্ত। শেকড়কে ভুলে আজ শাখাপ্রশাখার দিকে আমাদের মনোযোগ কেন্দ্রীভূত। অথবা সাম্প্রতিক সময়ে আমরা যেমনটা দেখছি, “আল্লাহ আছেন কি নেই” – এ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু আল্লাহর প্রতি আমার দায়িত্ব কী? আমার কাছ থেকে আল্লাহ কী চাচ্ছেন – সেটা নিয়ে আলোচনা নেই। বিশুদ্ধ তাওহিদ নিয়ে আলোচনা নেই। . এই শূন্যস্থান পূরণের ইচ্ছা থেকেই আমরা শায়খ আহমাদ মুসা জিব্রিলের হাফিযাহুল্লাহ শারহুল উসুল আস-সালাসা বা “তাওহিদ সিরিজ” বাংলায় অডিও আকারে আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বি ইয নিল্লাহ সকল মুসলিম ভাইবোন এ সিরিজ থেকে উপকৃত হতে পারবেন। – Mubashshireen Media

Translate this for me

    Audiobook
    • 84 bpm
    • Key: Dm
    Full Link
    Short Link (X/Twitter)
    Download Video Preview for sharing