প্রিয় মন খারাপির উপলক্ষ,
তোমার আমার পরিচয়ের সময়টুকু হয়তো অল্প কিছু সময়, কিন্তু তারও আগে আমরা পরিচিত ছিলাম অপরিচয়ে। আমাদের অপরিচয়ের সময় কয়েক শত বছর, কিংবা কয়েক কোটি যুগেরও ঢের বেশি।
...আর তোমার আমার দূরত্ব? হাজার কোটি আলোকবর্ষ দূরত্ব হলেও মিটিয়ে নিও, যা কখনো বলা হয়নি, যা এখনো বলা বাকি, বলিয়ে নিও।
তবু, তুমি ফিরে এসো, এ মন সারাতে!

Translate this for me

    Lo-Fi
    • Type: Original
    • 80 bpm
    • Key: Cm
    • © All rights reserved
    Full Link
    Short Link (X/Twitter)
    Download Video Preview for sharing