-
Podcast Rain Drops Media
60. Bn Seerah Incidents After The Conquest Of Makka49:51456 1.14149:51
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
“আল্লাহ্ তা’আলা আমাকে যে হিদায়ত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হল যমীনের উপর পতিত প্রবল বৃষ্টির ন্যায়।” [সহিহ বুখারী, খন্ড ১, অধ্যায় ৩, হাদিস ৭৬]
“আমার উম্মাহর উদাহরণ এমন এক বৃষ্টির মত, যার প্রথম ভালো নাকি শেষ ভালো বলা যায় না।” [মুসনাদ আহমাদ ৩/১৩০, ৪/৩১৯ এবং তিরমিযি ২৮৭৯]
এই উম্মাহ এবং এই উম্মাহর দুই প্রাণশক্তি – হিদায়াহ এবং ‘ইলম, উভয়ের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃষ্টির উপমা ব্যবহার করেছেন। সেই অনন্য উম্মাহর অংশ হতে পেরে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। বৃষ্টিস্বরূপ এই উম্মাহর মাঝে কয়েক বিন্দু বৃষ্টি হয়ে উম্মাহর প্রাণশক্তিকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় আমাদের এই উদ্যোগ। তাই এই উদ্যোগটি আমার, আপনার এবং এই উম্মাহর সকল বৃষ্টি কণার।
বৃষ্টির প্রথম ছোট্ট ফোঁটাটা যখন পানির বুকে আছড়ে পড়ে তখন সে জায়গাটাকে কেন্দ্র করে ছোট্ট একটা ঢেউ ওঠে। সেই ঢেউটা তার চারপাশে খুব মৃদু আলোড়ন তৈরী করে। যখন এমন হাজারটা বৃষ্টিকণা নেমে আসে আকাশ থেকে, তখন রিমঝিম শব্দের জন্ম হয় পানির কম্পনে। এরপর যখন বর্ষণ চলতেই থাকে তখন জলাধারের পানি প্লাবিত হয়, চারপাশের বাঁধাটা ডিঙ্গিয়ে যায়। আল্লাহ যেন আমাদের এই বৃষ্টিকণাদের দলে একটি বিন্দু হিসেবে কবুল করে নেন। আমিন।
This track was tagged with the following keywords: Podcast.
These are the meta information of this upload:
- 91 bpm
- Key: Abm
9 liked it. 1 reposted it. 26 played it. 39 downloaded it.
Listen to all music and sounds of Rain Drops Media and follow this user by signing in for free.
- 91 bpm
- Key: Abm